মাহফুজ চৌধুরীর অর্থায়নে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ এপ্রি ২০২১ ০৫:০৪

সুরমাভিউ:-  বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আহমেদ চৌধুরীর অর্থায়নে সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকায় হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে তৃতীয় লিঙ্গের এসব দুস্থ হিজড়াদের মাঝে মাহফুজ আহমেদ নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্রাইম সিলেটের সম্পাদক আবুল হোসেন, মানবিক কর্মী আলাউদ্দিন পাশা, শাকিল আহমদ, হিজড়াদের গুরু রানা আহমেদ।

খাদ্য সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারনে তৃতীয় লিঙ্গের মানুষ অনেকটা অসহায়ত্বের মতো দিন কাটাচ্ছেন। আমাদের প্রত্যেরই উচিত যার যার সামর্থ অনুযায়ী সমাজের অসহায়দের মানুষের সাহায্যে এগিয়ে আসা। আসুন আমরা বিশিষ্ট সমাজসেবক মাহফিজ আহমেদ চৌধুরীর মতো ধর্ম, বর্ণ নির্বিশেষে মহতি এসব কাজে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ