বিশ্বম্ভরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ এপ্রি ২০২১ ০৮:০৪

এনামুল কবির মুন্না:-  বিশ্বম্ভরপুরে দীর্ঘদিন পলাতক থাকা দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের এ এস আই বজলুল করিমের নেতৃত্বে সঙ্গীও একটি চৌকস টিম

মঙ্গলবার বিকালে ৬ ঘটিকার দিকে মোঃ খোকন মিয়া (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে,জি আর ১১৪/১২ মামলার ২ দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি। সে উপজেলার চালবন গ্রামের মৃত হাবিবুর রহমান ওরুফে হাবিবুল ছেলে খোকন মিয়া। তাকে উপজেলার চালবন পয়েন্ট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিশ্বম্ভরপুর থানার পুলিশের এ এস আই বজলুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেপ্তার করেছি এবং আসামিকে বিশ্বম্ভরপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ