নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক

প্রকাশিত:শুক্রবার, ০৯ এপ্রি ২০২১ ১১:০৪

সেলিম আহমদ, সৌদি আরব প্রতিনিধি:-  আগামী ১১ এপ্রিল থেকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসেবে যোগ দিচ্ছেন লন্ডন বার্মিংহাম বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হক।

আজ শুক্রবার সকালে মুঠোফোনে সুরমাভিউকে মোহাম্মদ নাজমুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

নতুন কর্মস্থলে যোগদানের উদ্দ্যেশ্য আগামী ১০ এপ্রিল। বার্মিংহাম থেকে সৌদি আরব জেদ্দায় পৌছাবেন তিনি।

দুই বছর ছয় মাস লন্ডন বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করার পর চলতি বছরের ১১ এপ্রিল তিনি সৌদি আরব জেদ্দা কনস্যুলেট জেনারেল হিসাবে দায়িত্ব পালন করবেন।

এর আগে দায়িত্ব পালন করেছেন ওয়াশিংটন, মেক্সিকো সিটি এবং ব্যাংককে।

মোহাম্মদ নাজমুল হকের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলা। মোহাম্মদ নাজমুল হকের স্ত্রী রাশেদা রওনক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পিতা একজন বীর মুক্তিযোদ্ধা।

এ সংক্রান্ত আরও সংবাদ