৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৮ এপ্রি ২০২১ ১১:০৪
তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিনা শুল্কে আমদানিকৃত ভারতীয় কয়লা সহ পাথর আটক করেছে,সুনামগঞ্জ- ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে,ট্যাকাররঘাট বিওপির নিয়মিত একটি টহল দল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময়,সিমান্ত পিলার ১১৯৯/৪-এস এর তাহিরপুর উপজলোর উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরঙ্গছড়া এলাকা থেকে ২ হাজার,৪ শত কেজি কয়লা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।আটককৃত কয়লার সিজার মূল্য ৩১ হাজার,২ শত টাকা।
অপরদিকে একইদিনে,সীমান্তের লাউয়েরগড় বিওপির টহল দল বিকেল ৩ টা ৩০ মিনিটের সময় সিমান্ত পিলার ১২০৩/৬-এস এর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এলাকা থেকে ১শত,ফুট ভারতীয় পাথর জব্দ করা হয়েছে।যার মূল্য প্রায় ১২ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ তসলিম এহসান বলেন,আটককৃত ভারতীয় কয়লা ও পাথর শুল্ক কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।
Helpline - +88 01719305766