দক্ষিণ সুরমায় নেশাগ্রস্থ অবস্থায় যুবক কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২

প্রকাশিত:সোমবার, ০৫ এপ্রি ২০২১ ১২:০৪

সুরমাভিউ:-  সিলেটের দক্ষিণ সুরমায় ৪ রিক্সা চালকের মধ্যে গাজা খাওয়া অবস্থায় কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে ফরিদুল ইসলাম ম্যাজিক নামে এক রিক্সা চালক মারা গেছেন। রোববার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন আব্দুস সবুর মিন্টু মিয়ার কলোনির ভাড়া করা রুমের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর পুত্র জিয়ারুল (২৫) ও একই এলাকায় মুন্সিপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র বুলবুল ইসলাম (৩০)।

এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।

জানা যায়, ওই রুমে ৪ রিক্সাচালকের মধ্যে নেশা করা অবস্থায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রেপ্তারকৃত জিয়ারুল, বুলবুল ও অজ্ঞাত আরেক জনসহ নিহত ফরিদুলের উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতে প্রচন্ড রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তারা ফরিদুলকে ওসমানী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ