তাহিরপুরে দোকান পুড়ে ভুশ্মিভুত নিস্ব ব্যবসায়ীরা!

প্রকাশিত:সোমবার, ০৫ এপ্রি ২০২১ ১১:০৪

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ রোডস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামসংলগ্ন তিনটি দোকান আগুনে পুড়ে ভুশ্মিভুত হয়ে গেছে এ খবর পাওয়া গেছে।আগুনে পুড়ে যাওয়া দোখান গুলো হল, একটি মোটরসাইকেল মেকানিক গ্যারেজ, ফার্নিচার, ডেকোরের্টাস দোকান।

স্থানীয়রা জানান, রবিবার (৪ এপ্রিল) গভীররাতে এ আগুনের সূত্রপাত ঘটে। তবে এ সময় দোকানে কোন ব্যবসায়ী বা কর্মচারি ছিলেন না। কী ? কারনে এ আগুনের ঘটনা ঘটেছে পরিষ্কার করে বলতে পারেনি তারা।আগুনে দোকান ভুশ্মিভুত হয়ে যাওয়া ব্যবসায়ীদের নাম হলো, শাহ আলম (ডেকোরের্টাস), জিয়াউর রহমান (ফার্নিচার), দোলা মিয়া (গ্যারেজ) এসব দোকান পুড়ে সকল মালামাল ছাই হয়ে গেছে।

এমন খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) পদ্মাসন সিংহ বলেন, তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে এই দূর্ঘটনাটি ঘটেছে তা পরিষ্কান করে জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ