১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ০২ এপ্রি ২০২১ ১০:০৪
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফের উর্ধ্বমুখি করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও দুজনের। তাদের মধ্যে ২৪ বছরের একজন যুবক ও ৪৯ বছর বয়সী একজন মহিলা রয়েছেন। আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
সূত্র জানায়, ৩১ মার্চ এ দু’জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে শুরু থেকে উপজেলায় করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯১ জন। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, ক্রমই বাড়ছে নতুন আক্রান্তের হার। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা এবং সচেতন হওয়া জরুরি।
Helpline - +88 01719305766