১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ এপ্রি ২০২১ ১১:০৪
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে ফের আক্রান্ত হচ্ছেন করোনার নতুন রোগী। ১৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল আক্রান্ত হবার পর নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ জন। ২৯ মার্চ সিলেট উপশহরের সীমান্তিক ল্যাবে করোনা পজেটিভ রিপোর্ট আসে বিশ্বনাথের ইসলামাবাদ গ্রামের মৌরশ আলী (৩২) এর। এর আগের দিন সাইদুর রহমান (৩৪) ও ২৬ মার্চ উপজেলার বন্ধুয়া গ্রামের রিপন আহমদ (২৭) নামের দুজনের করোনা শনাক্ত হয়।
গত ১৫ মার্চ করোনায় শামসউদ্দিন হাসপাতালে মারা যান উপজেলার রহিমপুর গ্রামের আবুল হোসেন নামের এক ব্যক্তি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সব মিলিয়ে বর্তমানে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন ১২ জন। কোভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তারা হোম আইসোলেশনেই থাকবেন বলে নিশ্চিত করেছে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, জনসাধরণের মধ্যে এখনও সচেতনতার আভাব রয়েছে। মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করছে মানুুষ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।
Helpline - +88 01719305766