ছাতকে বিট পুলিশিং সভা ও মাক্স বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ এপ্রি ২০২১ ০৭:০৪

ছাতক প্রতিনিধি:-  ছাতকে বিট পুলিশিং সভা বুধবার বিকেলে শহরের আকিজ প্লাষ্টিক ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নিযার্তনসহ সকল অপরাধমুলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা। পাশাপাশি মহামারী করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় সকলকে মাক্স ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।
থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (প্রবি) শহিদুল হাসান, আকিজ প্লাস্টিক কোম্পানীর ম্যানেজার সুমন সরকার প্রমুখ।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে উপস্থিত সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ