১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ১০:০৩
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদে সরকারী কৃষিঋণ পরিসেবা প্রাপ্তিতে সহজকরণের বিষয়ে কর্মশালা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নে ইউনিয়ণ পরিষদের হলরুমে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজনে রিকল ২০২১ প্রকল্প এর উদ্যোগে। প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মনোয়ার হোসেন মিলনের সঞ্চালনায় ও ইউনিয়ণ পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মছিউর রহমান মিলনের সভাপতিত্বে এই কর্মশালা হয়।
কর্মশালায় কৃষিঋণ সহজীকনের জন্য সিবিও সদস্যগন কাগজে লিখে তাদের সুপারিশসমূহ তুলে ধরেন,কৃষি ঋণের বিপরিতে ঝুকি বীমা পদ্ধতি চালু ও বাস্থবায়ন করতে হবে, কৃষক ও ঋণ প্রধানকারীর মধ্যে ভাল যোগাযোগ করতে এলাকা বিত্তিক নিয়মিত সংলাপের ব্যবস্থা করতে হবে, কৃষকদের মাঝে নিয়মিত সহজভাবে এবং সহজ মাধ্যমে প্রকৃত তথ্য সরবরাহ করতে হবে, আধুনিক কৃষি সম্পর্কে জানা ও যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, পতিত জমি চাষ করার জন্য কৃষকদের আগ্রহী করে তুলতে হবে, কৃষি ঋণ সেবা পেতে প্রকৃত কৃষক বাছাই করণে কমিউনিটির নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট দপ্তরসমুহকে কৃষক ডাটাবেইজ তৈরী করতে হবে, ঋণ সুবিদা পেতে ভালো ভাবে পৌঁছানোর জন্য সহজ শর্তে যেমনঃজমির কাগজ, জামানত, গ্যারান্টার ছাড়া এবং তদবির ও দালাল মুক্তভাবে ঋণ প্রধান করতে হবে, চাহিদা অনুযায়ী ঋণের বরাদ্ধ দিতে হবে এবং সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ঋণ আবেদন করার পর দ্রুত সময়ের মধ্যে বরাদ্ধের ব্যবস্থা করতে হবে,ঋণের সুদের হার কমান ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের সমন্বয়কারী কল্যান র্যা মা, দক্ষিণ বড়দল ইউনিয়ণ পরিষদের জনসংগঠনের নরী নেত্রী-আছমা বেগম, নাজনীন বেগম, জাহেদা বেগম, সেনোয়ারা বেগম, বিউটি বেগম প্রমুখ সহ সিবিও সদস্যগন।
Helpline - +88 01719305766