করোনা ভাইরাস রোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারনা

প্রকাশিত:মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ০৮:০৩

মোঃ তাজুদুর রহমান:-  মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের আদেশ  ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে মঙ্গলবার ৩০ মার্চ বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সচেতনতামূলক প্রচারভিযান পরিচালনা করা হয়।
সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
এ প্রচারাভিযান মৌলভীবাজার শহরের চৌমোহনা এবং কুসুমবাগ পয়েন্টে পরিচালিত হয়। এ সময় জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন মার্কেট ও শপিংমলে দোকানদারদের সতর্কীকরণ, মাইকিং প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এ  সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ