মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা ফুল ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত:শনিবার, ২৭ মার্চ ২০২১ ০৬:০৩

সুরমাভিউ:-  মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

এর পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাছেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, ইশতিয়াক মাহবুব জনি, পিকুল হোসেন, নিপন সিনহা, রইছ আলী, ফাহাদ আহমদ, মো. লিপু সুলতান  প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ