মহান স্বাধীনতা দিবসে জেলা মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত:শুক্রবার, ২৬ মার্চ ২০২১ ০৪:০৩

সুরমাভিউ:-  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি বিলকিছ নুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার সিলেট জেলা চেয়ারম্যান হেলেন আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, প্রচার সম্পাদক শাহানারা বেগম চৌধুরী, রাশেদা সাঈদা খানম, লিপি রানী বণিক, প্রভাষক বীণা সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, দপ্তর সম্পাদক হাসিনা মহি উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক রোকেয়া আক্তার চৌধুরী, অঞ্জনা সরকার, নাসিমা আক্তার কনা, আলেয়া খাতুন, নুরুন নাহার, ডা. নাজরা চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ