বাম জোটের ৭ নেতাকর্মীকে মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ১১:০৩

সুরমাভিউ:-  সিলেট নগরীর চৌহাট্রায় বাংলাদেশে নরেন্দ্র মোদির সফর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে আটক করা বাম জোটের ৭ নেতাকর্মীকে মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

তিনি বলেন, গণতান্ত্রিক বাম জোটের নেতা এবং পরিবারের অভিভাকদের উপস্থিতিতে আটকদের মুচলেকা নিয়ে মুক্তি দেয়া হয়।

এর আগে ওইদিন সাড়ে ৪টার দিকে মহানগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। এসময় মোদিবিরোধী স্লোগান দিতে থাকলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বাম গণতান্ত্রিক জোটের ৭ জনকে।

এদিকে মোদিবিরোধী স্লোগান দিয়ে কলো পতাকা মিছিল শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। এসময় বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ পুলিশের দিকে মারমুখি মনোভাব দেখালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আটকরা হলেন-উজ্জ্বল রায়(৪৫), সঞ্জয় কান্ত দাস(৩১), ফাহিম আহমদ চৌধুরী(২৯), সাদিয়া নওশিন তাসনিম (২৬), মনীষা ওয়াহিদ(২১), মিজু আহমদ(১৬)।

এ সংক্রান্ত আরও সংবাদ