পরিকল্পনা মন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দিতে ছাতক-দোয়ারার আওয়ামী পরিবার প্রস্তুত : শামীম চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ১১:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি:-  দোয়ারায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি ছাতক আগমন সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামিম আহমদ চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গির আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম রতন, হাবিবুর রহমান শেখচান, শফিকুল ইসলাম আর্মি, জাহাঙ্গির আলম রফিক, সামছুদ্দিন মাষ্টার, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এবাদুল হক এমাদ, দোয়ারা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সারোয়ার পাশা, উপজেলা যুবলীগের সভাপতি রোটারিয়ান আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক প্রিয়তিশ দে চন্ডি,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক দূর্জয় দেবনাথ, যুবলীগ নেতা ডাঃ কবির আহমদ, জুয়েল আহমদ, শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, আপন আহমদ, আব্দুল মুকিত আকাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানীত এক নির্বিক সৈনিক, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, সুনামগঞ্জ জেলার উন্নয়নের মহাপুরুষ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি আসছেন ছাতক-দোয়ারার অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে। ছাতক-দোয়ারার ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন মন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও অভিনন্দন জানাতে অপেক্ষায় রয়েছে। স্বাধীনতার মাসে পরিকল্পনা মন্ত্রীর ছাতক আগমনকে সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।

সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যেক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ