ছাতকের ৩টি ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ০৮:০৩

ছাতক প্রতিনিধি:-  ছাতকে প্রথম ধাপে অনুষ্ঠিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমানের কার্যালয় থেকে চেয়ারম্যান, সদস্য ও সদস্যা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
উপজেলার নোয়ারাই, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৬জন।
নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আফজাল আবেদীন আবুল (নৌকা), দেওয়ান পীর আব্দুল খালেক রাজা (চশমা), মোশারফ হোসেন (আনারস), সামছুর রহমান (ঘোড়া), নাসির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬হাজার ১৬৫জন।
সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সাহাব উদ্দিন মোঃ সাহেল (নৌকা), আনোয়ার হোসেন (লাঙল), মোজাহিদ আলী (মোটরসাইকেল), সায়েম আহমদ (আনারস), রাসেল মিয়া (চশমা), ফারুক মিয়া (রজনীগন্ধা) প্রতীক পেয়েছেন। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫১জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬হাজার ৫৪৯জন।
এছাড়া ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মাস্টার আওলাদ হোসেন (নৌকা), উবায়দুল হক শাহীন (টেলিফোন), মোঃ গিয়াস মিয়া (আনারস), মোঃ কবির মিয়া (চশমা), মোঃ নিক্সন মিয়া (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০হাজার ৪৩৭জন।
প্রসঙ্গত, দেশে প্রথম ধাপের ইউপি নির্বাচনে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ