১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ১০:০৩
সুরমাভিউ:- সিলেটে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলায় তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মসূচি চলছে। সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ মাঠের মেলামঞ্চে কাপড়ের প্রিন্টের উপর আজ ১৬মার্চ মঙ্গলবার বিকেলে তৃতীয় দিনের এই কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় ২৫/২৮ জন মহিলা প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।
এই কর্মশালায় তাদের প্রশিক্ষণ দিয়েছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সদস্য ও নারী উদ্যোক্তা এবং রুপসী বাংলা ট্রেনিং সেন্টারের পরিচালক খালেদা আক্তার।
সিলেট উইমেন অব কমার্সের চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় -এর সভাপতিত্বে ও সিলেট উইমেন চেম্বার অব কর্মাসের পরিচালক শামসুন্নাহার, সালসাবিলা কান্তা ও ওয়াহিদা আখলাকের যৌথ পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসাবে অংশগ্রহণ করেন তামান্না বেগম, মাকসুদা খাতুন, ফাহমিদা, হিমা শাহিদা, লাকি বেগম, লিপি বেগম, মাকসুদা খাতুন, সারজানা আক্তার এমি, ওয়াহিদা আখলাক, নাসিমা বেগমসহ আরও রয়েছেন কয়েকজন নারী।
Helpline - +88 01719305766