মৌলভীবাজার জেলা প্রশাসন ও লেডিস ক্লাব কর্তৃক বীরাঙ্গনা মায়েরা সংবর্ধিত 

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ০৯:০৩

মোঃ তাজুদুর রহমান:-  বৃহস্পতিবার ১৮ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে  মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত বারো দিনব্যাপী স্বাধীনতা উৎসবের অংশ হিসেবে মৌলভীবাজার লেডিস ক্লাবের আয়োজনে মৌলভীবাজার জেলার বীরাঙ্গনা মায়েদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কবিতা ইয়াসমীন।

এ সংক্রান্ত আরও সংবাদ