ছাতক প্রতিনিধি:- ছাতকে আগামী ১১এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩টি ইউনিয়নের ১৭জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৩৬জন প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পৃথক সময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন।
নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল, স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সামছুর রহমান, মোশারফ হোসেন ও নাসির উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল, জাতীয়পার্টি মনোনীত আনোয়ার হোসেন, স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী, মোঃ রাসেল মিয়া, সায়েম আহমদ, মোঃ ফারুক মিয়া ও আব্দুল আহাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, স্বতন্ত্র হিসেবে মোঃ গিয়াস মিয়া, উবায়দুল হক শাহীন, লিক্সন মিয়া ও মোঃ কবির মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান জানান, এখানে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ৩টি ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে ১৭জন, সাধারণ সদস্য পদে ১৩৬জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শুক্রবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।