মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত:বুধবার, ১৭ মার্চ ২০২১ ০১:০৩

মোঃ তাজুদুর রহমান:-  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে বুধবার  ১৭ মার্চ  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামীলীগের কর্মীবৃন্দ, ও অন্যান্য ব্যক্তিবর্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ