বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১২:০৩

সুরমাভিউ:- বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সে উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের অধিভূক্ত নিউজ পোর্টালের সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল। সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদের সদস্য শ্রী আশীষ দে, সাইফুল ইসলাম।

এছাড়া আরো বক্তব্য রাখেন সানডে সিলেট সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামস উদ্দিন, সাংবাদিক আফরোজ খান, মো.কামাল আহমদ, ফারহানা বেগম হেনা, এম,এ,ওয়াহিদ চৌধুরী, শাহিদ হাতিমী, ফাহাদ মারুফ, মোশারফ হোসেন সুজাত, আব্দুল হাছিব, মো:আলমগীর আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ