৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১২:০৩
সুরমাভিউ:- স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী(৫০ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে সিলেটের মধুবন সুপার মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে মধুবন সুপার মার্কেটের সামনে আলোকসজ্জা করা হয়েছে।
আগামী ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির অফিসে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আলা মিয়া সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
আগামী ২৭ মার্চ শনিবার পর্যন্ত মার্কেটের এই আলোকসজ্জা থাকবে বলে ও জানান কর্তৃপক্ষ।
Helpline - +88 01719305766