ছাতকের সিংচাপইড় ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বদল

প্রকাশিত:মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ০৯:০৩

ছাতক প্রতিনিধি:-  ছাতকের সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বদল করা হয়েছে।
গত ১৫ মার্চ দলীয় মনোনয়ন বোর্ড এ ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলীর নাম ঘোষণা করলেও পরবর্তীতে তা বদল করে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে চূড়ান্ত করে। আওয়ামীলীগের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
মঙ্গলবার দলীয় মনোনয়ন হাতে পেয়েছেন শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। ফলে আসন্ন নির্বাচনে সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ