৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১৫ মার্চ ২০২১ ১০:০৩
সুরমাভিউ:- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামী ১৭ই মার্চ ২০২১ইং জন্মশতবার্ষিকী। জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে – ১৭ই মার্চ সকাল সাড়ে নয় ঘটিকায় জেলা প্রশাসকের সম্মুখে স্থাপিত জাতির পিতার মূরালে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন। বাদ যোহর ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা ও এতিম খানায় জাতির পিতার শুভ জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও নির্ধারিত এতিমদের মধ্যে উন্নতমানের খাবার ও বস্ত্র বিতরণ। বাদ মাগরিব কিনব্রিজের পাশে সারদা হলের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য এবং প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজস্ব কর্মসূচী আয়োজনের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন।
Helpline - +88 01719305766