৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১৫ মার্চ ২০২১ ০৪:০৩
সুরমাভিউ:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৭মার্চ বুধবার সকাল ১১ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব ব্যানারে ফুলের তোড়াসহ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করবেন।
এছাড়াও মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়মী লীগ কর্তৃক ইতিমধ্যে গৃহীত ১০দিন ব্যাপী কর্মসূচি কিন ব্রীজের পাশে সুরমা নদীর তীরে প্রতিদিন সন্ধ্যা থেকে চলবে।
সকল কর্মসূচিতে সিলেট জেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।
Helpline - +88 01719305766