৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১৫ মার্চ ২০২১ ১০:০৩
তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এনামুল হক এনাম ওরফে (মঙ্গল) সরদার (৫৫), নামের এক বৃদ্ধের আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে।তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মৃত মোঃ আব্দুল কাদির মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে,এনামুল হক এনাম সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সকাল ৭ ঘটিকায় তিনি নবনির্মিত একটি দালান ঘরে পাইপ সংযোগের মটর দিয়ে পানি দেয়ার উদ্দেশ্যে বিদ্যুতের সুইজ চালু করেন।সুইজ দেয়ায় মটর চালু হচ্ছে না পরে তিনি দেখতে পান মটরের তার বিচ্ছিন্ন হয়ে আছে।তখন তিনি তরিগরি করে সুইজ বন্ধ না করেই বিদ্যুতের তার সংযোগ দিচ্ছিলেন।সংযোগ দেয়ার সাথে সাথেই তার শরীরে পল্লীবিদ্যুতের প্রচন্ড শক লাগে এক পর্যায়ে নিমিষেই মাটিতে লুয়ে পড়েন তিনি।
পরিবারের লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যান।নিয়ে যাওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ (তরফদার) বলেন,এমন একটি মৃত্যুর সংবাদ পেয়েছি,তবে এ ব্যাপারে কেউ কোনরকম অভিযোগ করেননি।
Helpline - +88 01719305766