জগন্নাথপুরে হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন (রহ:) গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত:রবিবার, ১৪ মার্চ ২০২১ ১০:০৩
সুরমাভিউ:- সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রভাষক সৈয়দ আয়েশের সম্পাদিত হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন (রহ:)- গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সৈয়দপুর বাজারে মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ।
সামাজিক সংগঠন ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্টের আয়োজিত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের লেখক প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া।
হাফিজ মাওঃ শায়খ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী মোঃ সুজেল মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি সৈয়দ মদচ্ছির আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়া।
ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্টের অর্থ সম্পাদক হাফিজ আব্দুল জলিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সৈয়দ খালিদ মিয়া ওলিদ, গীতিকার সৈয়দ দুলাল, কবি সাদিকুর রহমান রুমেন, সাপ্তাহিক টেংরার সম্পাদক মোঃ শাহীন আহমদ, তাওফিক চৌধুরী মাস্টার, মুফতি সৈয়দ শামীম ও তরুণ সমাজকর্মী সৈয়দ হিলাল, ডাঃ সৈয়দ নূরুল ইসলাম, ডাঃ সৈয়দ তৈফুর আহমদ, মাওঃ হাকিম তাজুল ইসলাম প্রমুখ।