মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে দানবীর এম এ হাসিম এর শোক

প্রকাশিত:শুক্রবার, ১২ মার্চ ২০২১ ১২:০৩

সুরমাভিউ:- সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের টানা তিনবারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী দানবীর এম এ হাসিম।

এক শোক বার্তায় দানবীর এম এ হাসিম বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী সোনার চামচ মুখে নিয়ে জন্ম গ্রহণ করলেও তিনি লন্ডনের আয়েশী জীবনকে বিসর্জন দিয়ে এলাকার মানুষের সেবা করার জন্য ছুটে আসেন। এলাকায় দলকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। মানুষের সুখে-দুঃখে এগিয়ে আসতেন তিনি। গত মার্চে করোনার কারনে দেশে লকডাউন শুরু হলে মানুষের মধ্যে খাদ্যসহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। এমন কঠিন পরিস্থিতিতে মাহমুদ উস সামাদ চৌধুরী নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ান। নিজ গুণের কারনেই জনগণের নিকট তিনি ছিলেন খুবই জনপ্রিয়। তাঁর প্রতি জনগণের আস্থা ছিল সবসময়।

দানবীর এম এ হাসিম সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গ ও দলের নেতা-কর্মীর প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ