মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ১০:০৩

সুরমাভিউ:-  সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বৃহপস্পতিবার সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস,গণমাধ্যমে এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা বলেন, তিনি ছিলেন কর্মীবান্ধব একজন রাজনীতিক। এমন নেতা দলের জন্য অফুরান প্রেরণার উৎস ছিলেন। মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি তার রাজনৈতিক আদর্শ ও কর্মের মাধ্যমে সিলেটের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ