এমপি কয়েস চৌধুরীর মৃত্যুতে জেলা আ.লীগের ৩দিনের শোক কর্মসূচি গ্রহন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ০৯:০৩

সুরমাভিউ:- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি‘র মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের তাৎক্ষণিক জরুরী সভায় ৩দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভার
শুরুতেই মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মেনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ মো: সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মো: মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিৎ সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান
চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ  বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ‍ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য মো: নিজাম উদ্দিন
চেয়ারম্যান, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এডেভোকেট নুরে আলম সিরাজী, মো: আব্দুল বারী, এডভোকেট মনসুর
রশিদ, এডভোকেট লুৎফুর রহমাম লেবু, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ প্রমুখ।

গৃহীত কর্মসুচি নিম্নরুপ:-

১২ থেকে ১৪ মার্চ ৩দিন কালোব্যাজ ধারণ ও দলীয় অফিসে কালো পতাকা উত্তোলন

# ১২ মার্চ শুক্রবার প্রত্যেক উপজেলায় বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়া পরিচালনা করা বিকাল ৫টায় ফেঞ্চগঞ্জ জানাজায় অংশগ্রহণ।

# ১৩ মার্চ শনিবার বাদ আসর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

# ১৪ মার্চ রবিবার বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে শোকসভা।

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ