এমপি কয়েসের মৃত্যুতে জেলা আ.লীগের শোক প্রকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ০৩:০৩

সুরমাভিউ:-  সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিলেট ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জানাযা এবং এতদসংক্রান্ত পরবর্তী কার্যক্রম মরহুমের পরিবার ও দলীয় নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ এর প্রেক্ষিতে পরবর্তীতে জানানো হবে।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মোঃ মজির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ