৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ১০ মার্চ ২০২১ ০৭:০৩
সুরমাভিউ:- দক্ষিণ সুরমার লালাবাজারে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১০ মার্চ বুধবার দুপুরে লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হেলাল উদ্দিন, সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা, সিরাজ আহমদ, হাসনা আক্তার, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, হযরত আবু দৌলত ও শাহ জাকারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, শিক্ষানুরাগী আব্দুল কাদির খান কফিল, ইউপি সচিব খয়রুল ইসলাম প্রমুখ।
Helpline - +88 01719305766