সিলেটে খুন, ধর্ষণসহ ১৯ মামলার আসামি আলিম কারাগারে

প্রকাশিত:বুধবার, ১০ মার্চ ২০২১ ০৯:০৩

সুরমাভিউ:-  সিলেটের গোয়াইনঘাটের চাঞ্চল্যকর শফিকুর রহমান হত্যা মামলা এবং ধর্ষণ মামলাসহ ১৯ মামলার আসামি আলিম উদ্দিন অবশেষে আদালতে আত্মসর্মপণ করেছে। আজ বুধবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে আলিম উদ্দিন।

এ সময় জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে , আলিম উদ্দিন কারাগারে যাওয়ার খবরে স্বস্তি ফিরে এসেছে, মামলার বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি শফিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে জাফলংয়ের পিয়াইন নদীতে লাশ ফেলে দেওয়া হয়। ঘটনার দুদিন পর শফিকুর রহমানের লাশ নদীতে ভেসে ওঠে। নিহত শফিকুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের লাবু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর ছেলে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামিউল আলম বলেন,‘ আলিম উদ্দিন কারাগারে যাওয়ায় বাদী সন্তুষ্ট। আমরা আশা করি, এই হত্যার ন্যায় বিচার পাবো।’

জানতে চাইলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন,‘ আলিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ