সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় ৭বছরের শিশু নিহত

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ ০৩:০৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মাহাসড়কের খাগাইলে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বুশরা (৭), সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে। ঘটনার পর পরই উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে রাস্থা অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেয়।

স্থানীয়দের সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এমএসবি ব্রিকস এর সামনে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পার হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনমতে বেঁচে গেলেও নাতিনের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাক। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় বুশরা। ঘটনার পর পরই ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, এক্সিডেন্ট এর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ