বাফুফে নতুন রেফারি প্রশিক্ষণে সিলেট সদর উপজেলার জামিল আহমদের অংশগ্রহণ

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ ০১:০৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে গত ১ মার্চ হতে মতিঝিলস্থ বাফুফে ভবনে ‘নতুন রেফারী প্রশিক্ষণ কোর্স ২০২১’ ( গ্রুপ ‘বি’) অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান (গত ৬ মার্চ) বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে দেশের সকল জেলা হতে আগত ৮৫ জন নতুন রেফারী প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। উক্ত নতুন রেফারি প্রশিক্ষণে সিলেট সদর উপজেলার হয়ে খাদিমনগর ইউনিয়নের একমাত্র জামিল আহমদ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে হেড অব রেফারী আজাদ রহমান, সুজিত কুমার ব্যানার্জী, তৈয়ব হাসান, শামসুজ্জামান প্রমুখ। কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফুফে হেড অব সিএমএস শহিদুল ইসলাম লিমন।
সমাপনী অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, এ কোর্সের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চিত হলো তা যেন আগামী দিনে মাঠের খেলায় প্রয়োগ করা যায়। দেশ ও দেশের বাইরে মুখ উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। সবারই যেন লক্ষ্য থাকে দেশের গণ্ডি পেরিয়ে একদিন সাফ, এএফসি বা ফিফা রেফারির দায়িত্ব পালন করতে পারেন।