বেগম জিয়া ও তারেকের সুস্থতা কামনায় এতিমদের মধ্যে খাবার বিতরণ

প্রকাশিত:সোমবার, ০৮ মার্চ ২০২১ ০৭:০৩

সুরমাভিউ:- সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থাতা কামনায় সিলেটে এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮মার্চ) দুপুরে সুবিদবাজার কলাপাড়াস্থ শাহরুমী (রহ.) মাজার এতিম মাদ্রাসায় মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমানের উদ্যোগে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকো, শহীদ জিল্লুল হক জিলু, আশরাফুল হক তালুকদার আশরাফ, সজিব, লুৎফুরের আত্বার মাগফেরাত কামনা, এম ইলিয়াছ আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনাসার সহ গুমকৃত সকল নেতৃবৃন্দের সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলেক মিয়া, ছমির উদ্দিন, নাজির উদ্দিন, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক শেখ সুমন আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক আহমদ, পলাশ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাহফিম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমদ লায়েক, ছাত্রনেতা রেজাউল হক তারেক, মাসুদ আহমদ রাব্বী, নজরুল ইসলাম, মনির মিয়া, জহির আলম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম মাইদুল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ