ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:রবিবার, ০৭ মার্চ ২০২১ ১০:০৩

সুরমাভিউ:- ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

রোববার (৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।

সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড শ্রমিক লীগ ও বেসিক সংগঠন এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ