৭ই মার্চে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কেক কেটে আনন্দ উদযাপন

প্রকাশিত:রবিবার, ০৭ মার্চ ২০২১ ১০:০৩

সুরমাভিউ:- কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ ও এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কেক কেটে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩ টায় থানা কম্পাউন্ডারে আয়োজিত সভার সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে.এম নজরুল।

থানার এস.আই মোস্তাক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, ওসি (তদন্ত) মুজিবুর রহমান, যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

আলোচনা সভা শেষে কেক কেটে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ