শ্রীমঙ্গলে সড়কের আবর্জনা পরিষ্কারে মাঠে “ইয়েস গ্রুপের” সদস্যরা

প্রকাশিত:শনিবার, ০৬ মার্চ ২০২১ ০৭:০৩

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- পর্যটন নগরী শ্রীমঙ্গলে প্রতিদিনই আসছেন কয়েক হাজার পর্যট। তারা ঘুরে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে। তৃষ্ণা মিটাতে তারা বোতলজাত পানিও পান করছেন। সাথে থাকা শিশুরা খাচ্ছে চিপস, চানাচুরসহ নানান প্যাকেটজাত খাবার।

আবার অনেকেই বক্সে করে নিয়ে আসা দুপুরের খাবার খাচ্ছেন সেসব স্পর্টে। তবে পর্যটকদের আবর্জনা ফেলার জন্য উপজেলার পর্যটন স্পটগুলোতে নেই কোন ডাস্টবিনের ব্যবস্থা। তাই তারা পানির বোতল, বিস্কুট,চিপস, চানাচুর বা খাবারের প্যাকেট ফেলে দিচ্ছেন সড়কের আশপাশে। এতে বিনষ্ট হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ।

শনিবার (৬ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ইয়েস গ্রুপের সদস্যরা ‘পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সচেতন হউন’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে পর্যটন স্পট বধ্যভূমি ৭১’র সামনে থেকে শুরু করে লাউয়াছড়া জাতিয় উদ্যানের সড়কের দুপাশের প্রায় ৬ কিলোমিটার এলাকায় পর্যটকদের ফেলে রাখা আবর্জনা পরিষ্কার করেন তারা।

সচেতন নাগরিক কমিটির (সনাক) এর সহযোগীতায় ইয়েস গ্রুপের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য, টিআইবি এরিয়া ব্যবস্থাপক পারভেজ কৈরী, ইয়েস গ্রুপের আহ্বায়ক জিডিশন প্রধান সুছিয়াং, সনাক সদস্য জলি পাল, কবিতা রানী দেব, শাহ আরিফ আলী নাসিম প্রমুখ।

এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সনাক ও ইয়েস গ্রুপের এটি একটি মহতী উদ্যোগ। যা পরিবেশ পরিচ্ছন্নতায় মানুষকে আরও উদ্বুদ্ধ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ