৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ০৩ মার্চ ২০২১ ১১:০৩
সুরমাভিউ:- দি সিলেট চেম্বার অব কমার্স- এর সাবেক সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক, হোটেল স্টার প্যাসিফিক এর স্বত্ত্বাধীকারী সালাহ উদ্দিন আলী আহমদ -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) শোক বার্তায় এফবিসিসিআই -এর এডভোকেট নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নাসির উদ্দিন খান বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স- এর সাবেক সভাপতি -এর মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি আমার সমবেদনা ও তার পরিবারের সকলেক ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।
উল্লেখ্য, সালাউদ্দিন আলী আহমদ দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিলরোগে ভুগছিলেন। তিনি আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এরপর তার দরগাহ গেইটস্থ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
আজ বুধবার সকাল ৭টায় (৩ মার্চ) তিনি তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Helpline - +88 01719305766