সালাউদ্দিন আলী আহমদের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

প্রকাশিত:বুধবার, ০৩ মার্চ ২০২১ ০৯:০৩

সুরমাভিউ:-  সিলেটের বিশিষ্ট ব্যবসাযী, দি সিলেট চেম্বারের সাবেক সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক পরিচালক সালাউদ্দিন আলী আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (৩ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, সদালাপী ও অমায়িক ব্যবহারের অধিকারী সালাউদ্দিন আহমদ আজীবন মানুষের কল্যাণে সততার সাথে কাজ করে গেছেন।

তাঁর মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ