৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ০৩ মার্চ ২০২১ ০৮:০৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চল-এর পরিচালনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে টুকেরবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। ম্যারাথনে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরীফুল আলম, উপজেলা ই-সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ ম্যারাথনে অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
Helpline - +88 01719305766