আমাদের জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে : কবি কালাম আজাদ

প্রকাশিত:মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ ০৭:০৩

সুরমাভিউ:- বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ বলেছেন, আমাদের জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে। জ্ঞানের মাধ্যমে আমরা সমৃদ্ধ হবো এবং সেই জ্ঞান হবে ওহির জ্ঞান। তাহলেই আমরা দুনিয়া-আখেরাতে মুক্তি লাভ করতে পারবো।

বিশিষ্ট লেখক এম এ আলীর গ্রন্থ ‘জান্নাতের আলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ১লা মার্চ সোমবার নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারের সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ।

সাইক্লোনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় ১৭৫তম সাহিত্য আসরে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাসিক আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল এবং মূল প্রবন্ধ পাঠ করেন তরুণ সাহিত্য সমালোচক আব্দুল বাছিত।

আলোচনায় অংশ  নেন কলামিস্ট সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, এডভোকেট আব্দুস সাদেক লিপন, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, কবি মাসুদা সিদ্দিকা রুহী, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি কামাল আহমদ, কবি জেনারুল ইসলাম, তরুণ ঔপন্যাসিক শাম্মী নাজ সিদ্দিকী, সাব্বির আহমদ,  মুহিনুর রশীদ, আব্দুল্লাহ আল মোহাইমীন প্রমুখ।

লেখক অনুভূতি ব্যক্তকালে এম.এ.আলী বলেন, মানুষের অনন্ত গন্তব্য ও স্থান কি হওয়া উচিত এবং সত্যিকার অর্থে কারা সফল এটা জানতে হলে আমাদেরকে আল্লাহর বিধান জানতে হবে। এই উদ্দেশ্যেই আমি ‘জান্নাতের আলো’ গ্রন্থটি রচনা করেছি। লেখক হওয়া বা সুনাম কুড়ানো নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার আমার মূল লক্ষ্য।

মূল প্রবন্ধে আবদুল বাছিত বলেন, ‘জান্নাতের আলো’ গ্রন্থের মাধ্যমে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে সুষ্পষ্ট ধারনা পাওয়া যাবে। তাঁর গ্রন্থটি মুসলিম উম্মাহর কল্যাণে অপরিসীম ভূমিকা রাখবে।

মূখ্য আলোচক সেলিম আউয়াল বলেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত থাকাই হতে হবে আমাদের জীবনের লক্ষ্য।

সভাপতির বক্তব্যে জাবেদ আহমদ বলেন, সকলের সহযোগিতা পেলে সাইক্লোন সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ