মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাব কর্তৃক বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত:সোমবার, ০১ মার্চ ২০২১ ০৯:০৩

সুরমাভিউ:- মুজিব শতবর্ষ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ মাইঝগাঁও মাঠে মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান গতকাল ১ মার্চ সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও মাহফুজুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন, ফয়জুল ইসলাম মানিক, মিসবাহ আহমেদ চৌধুরী, মহিব উদ্দিন বাদল, ডাঃ জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদদুজা, জেলা পরিষদ সদস্য আব্দুল আউয়াল কয়েস, মাইজগাও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরি প্রমুখ।

খেলায় ফখরুল এন্ড নুরুল ব্রাদার্স ৪-০ গোলে বাঘমারা একাদশকে পরাজিত করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন সাজু, ধারা বিবরণীতে ছিলেন আজিম উদ্দিন। টুর্নামেন্টে ২৬ টি দল অংশগ্রহন করে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ