২৬ নং ওয়ার্ড যুবদলের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৮ ফেব্রু ২০২১ ১০:০২

সুরমাভিউ:- নবগঠিত ২৬ নং ওয়ার্ড যুবদলের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর কদমতলীস্থ একটি হোটেলের কনফারেন্স হলে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

২৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবলু হোসেন হৃদয়ের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক  ফাহিম বক্স শিপু পরিচালনায় পরিচিতি সভায় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পূণরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ প্রদান করবেন সেই নির্দেশ যথাযথা পালনে সবাইকে সজাগ থাকতে হবে। নেতৃবৃন্দ সকল বেদাবেধ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক লিটন আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. সৈকত আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. লায়েক আহমদ, সদস্য শুকুর আহমদ, বদরুল ইসলাম, আব্দুল লতিফ, সালাউদ্দিন, মো. রাজু মিয়া, শাহিদ আহমদ, মো. কবির, আলম আহমদ, ময়নুল ইসলাম, সবুজ, সুমন আহমদ, কাওছার, নাইম,  সুমন, তপু, রমজান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ