ইউপি চেয়ারম্যান-মেম্বার কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্টিত

প্রকাশিত:রবিবার, ২৮ ফেব্রু ২০২১ ১০:০২

সুরমাভিউ:-  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৩য় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর এনআইএলজি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো:মোস্তাকিম বিল্লাহ ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব জনাব গাজী বেলায়েত হোসেন বিল্লাল, ট্রাস্টি বোর্ডের সদস্য মীর এনায়েত হোসেন মন্টু, আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, এমদাদুল হক ভুইয়া, সামসুুল আজাদ শীতল, গোলাম মোস্তফা ফটিক, গোলাম দস্তগীর গাজী প্রমূখ।

সভায় জরুরী ভিত্তিতে বিধি মোতাবেক সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের কল্যাণ ট্রাস্টের সদস্য করা এবং মৃত্যুবরণ কারী ও দুর্ঘটনায় আহত চেয়ারম্যান-মেম্বারদের আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ