সিলেট জেলা প্রেসক্লাব নতুন কার্যালয়ে যাত্রা শুরু

প্রকাশিত:শনিবার, ২৭ ফেব্রু ২০২১ ১০:০২

সিলেট নগরীর নেহার মার্কেট থেকে এখন নতুন কার্যালয়ে সিলেট জেলা প্রেসকাব। শনিবার বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ সিলমার্ট কমপ্লেক্সে চা-চক্রের মাধ্যমে জেলা প্রেসকাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় চক্রের ফাঁকে মুক্ত আলোচনায় ক্লাবের সদ্যপ্রাক্তন সভাপতি দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শুরুতেই বড় কৃতিত্ব দেখাল। এতো দ্রুত বড় পরিসরের নতুন কার্যালয় হবে, তা কল্পনাও করিনি। এটা সংগঠনের জন্যে অনেক বড় সাফল্য। এ সফলতায় জেলা প্রেসক্লাব আরো এক ধাপ এগিয়ে গেল। নতুন কার্যালয় সূচনা করল নতুন দিগন্তের। এভাবেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের এ সংগঠন এগিয়ে যাবে। তিনি জেলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে বর্তমান কার্যনির্বাহী কমিটির পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, ফখরুল ইসলাম, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, মনিরুজ্জামান মনির, মামুন হাসান, উজ্জ্বল মেহদী, নেহার রঞ্জন পুরকায়স্থ, আজমল খান, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান ও মো. শফিকুল ইসলাম (শফি)।

এছাড়াও বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, সহ সভাপতি এস. সুটন সিংহ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য-প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন ও মিঠু দাস জয়।

চা-চক্রে আরো উপস্থিত ছিলেন, আনন্দ সরকার, মোস্তাফিজুর রহমান রোমান, রবি কিরণ সিংহ, এম. এ মালেক, রণজিৎ কুমার সিংহ, আশরাফ চৌধুরী রাজু,সোহাগ আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. এনামুল কবীর, রাশেদুল হোসেন সোয়েব, মো. একরাম হোসেন, দিব্যজ্যোতি সী, মো. মনিরুজ্জামান রনি, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, জিকরুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ বলেন, সংগঠনের সদস্যরা আমাদেরকে আগামী দুই বছর সংগঠনের জন্যে কাজ করার দায়িত্ব দিয়েছেন। আমরা সঠিকভাবে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সবাই আমাদের পাশে আছেন-এ বিশ্বাস নিয়েই নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ