স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক সমস্যা নিরসন করে স্থানীয় মুরব্বিদের সালিশ বিচার শেষে ফেরার পথে সকাল ১১টায় এক যুবক ইন্তাজ আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে হামলাকারীকে শনাক্তের চেষ্টা করছি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রেরণ করা হবে।