১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ২৬ ফেব্রু ২০২১ ০৭:০২
সুরমাভিউ:- ব্লু-ওয়াটার শপিং সিটির বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ কামালের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও তরুণ সমাজসেবী আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, এ ধরনের দূর্ঘটনা কারোরই কাম্য নয়। একটি সড়ক দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসে। তেমনি এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যবসায়ী নেতা মো. শাহ কামাল। যাকে সব সময় আমাদের সুখে, দুঃখে পাশে পেয়েছি। সদা হাস্যোজ্জল শাহ কামাল সব সময় ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছেন।
নেতৃবৃন্দ শোক বার্তায় আরো বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি নেতৃবৃন্দ পরিবারের অন্যান্য সদস্যদের শোক সইবার ধের্য্য ধারণের জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766