৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ২৪ ফেব্রু ২০২১ ০৭:০২
সুরমাভিউ:- সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এক আলোচনা সভা গত ২৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহ মিজানুর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান মোল্লা, লাল মিয়া, দীন ইসলাম, আবুল হোসেন, বাহার উদ্দিন, আমিনুল ইসলাম, কোরবান আলী, ইকবাল আহমদ, মোবারক আলী, কাশেম আলী, ছালমান শাহ প্রমুখ।
সভায় বক্তারা সিলেট বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, এই এলাকায় রিক্সা চলাচল বন্ধ থাকায়, খেটে খাওয়া শ্রমিকদের আয় রুজি কমে গেছে, শ্রমিকদের পরিবার পরিজনের কথা বিবেচনা করে
উক্ত সড়ক দিয়ে পুনরায় রিক্সা চলাচল স্বাভাবিক করে দেওয়ার জোর দাবি জানান। বক্তারা রিক্সা শ্রমিকদের চলমান শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে সকলকে অংশ গ্রহণের আহবান জানান।
Helpline - +88 01719305766